জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এই শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, চিত্রনায়ক নায়ক আলমগীর, সাইমন সাদিক, চিত্রনায়িকা মৌসুমী, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। শোভাযাত্রা আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র লীগ। ছবি : এনটিভি অনলাইন