বিদ্যা সিনহা মিম এখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগির মুক্তি পাবে তাঁর অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে তাঁর লুক রোমান্টিক হলেও এবার ছোটপর্দায় অ্যাকশন লুকে হাজির হতে যাচ্ছেন এই লাক্স তারকা। লাক্সের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মিম। সম্প্রতি এফডিসিতে বিজ্ঞাপনটির শুট হয়েছে। যেখানে মিমকে নায়িকারূপেই দর্শক দেখতে পাবেন। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সাবরিনা আইরিন। একঝলকে দেখে নিন মিমের নতুন স্থিরচিত্রগুলো। ছবি : ফেসবুক