সম্প্রতি যে ক’জন নবাগতা তাদের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন তাদের মধ্যে অন্যতম প্রিয়ন্তী উর্বী। তিনি অল্প সময়ের ক্যারিয়ারে মিষ্টি হাসি দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হয়েছিলেন উর্বী। এরপর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এ পর্যন্ত প্রায় ২০টি বিজ্ঞাপনে দেখা গেছে উর্বীকে। আর ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এরপর আরও কিছু নাটকে কাজ করেছেন উর্বী। ‘স্বপ্নবাজী’ নামে একটি সিনেমার কাজও শুরু করেছিলেন। কিন্তু সেটি থেমে গেছে মাঝপথে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন উর্বী। ওটিটিতে তার সর্বশেষ কাজ ওয়েব ফিল্ম ‘অপলাপ’, যেটি গত ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে। এটি মূলত ক্রইম থিলার সিনেমা। ছবি : প্রিয়ন্তী উর্বীর ফেসবুক থেকে নেওয়া