মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা নিরবের। আজ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। গত বছরে তাঁর অভিনীত ও সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ দর্শকপ্রিয়তা পায়। সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে। চলচ্চিত্র অঙ্গনে মন্দা ভাব থাকলেও নিরবের হাতে রয়েছে একাধিক ছবি। বলা যায়, চিত্রনায়ক নিরবের এখন সুদিন যাচ্ছে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন নিরব। নায়কোচিত ভঙ্গিতেই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ছবি : শামছুল হক রিপন