জনপ্রিয়তার দিক দিয়ে জয়া আহসান বাংলাদেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী। শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলাতেও জয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’, ‘রবিবার’সহ দুই বাংলায় বেশ কয়েকটি দর্শকনন্দিত সিনেমা আছে জয়ার ঝুলিতে। জয়ার সিনেমা মানেই ভিন্ন গল্প, তাঁর চরিত্র মানেই নতুন অভিজ্ঞতা। ভক্তরা বলেন, জয়ার তুলনা জয়া। প্রায়ই বিভিন্ন লুকে আবির্ভূত হন সামাজিক যোগাযোগমাধ্যমে। জয়ার ফ্যাশন সেন্স দেখে মুগ্ধ হন নেট-নাগরিক। একঝলকে দেখে নিন তাঁর হালের স্থিরচিত্রগুলো। ছবি : ফেসবুক থেকে