টিভিসি দিয়ে শুরু করলেও নাটকে বেশ পরিচিত অভিনেত্রী নাদিয়া নদী। এখন ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন এ সুন্দরী। পরেছিলেন সাদা-ফিরোজার পলকা ডট পোশাক। একঝলকে দেখে নিন নদীর বিভিন্ন মুহূর্তের আলোকচিত্র। ছবি : সাইফুল সুমন