মুক্তির বেশ আগে থেকে নানা কারণে আলোচনায় আসে ‘শাহেনশাহ’ চলচ্চিত্র। একাধিকবার ঘোষণার পর অবশেষে এ বছরের ৬ মার্চ মুক্তি পায়। কিন্তু করোনার কারণে মুক্তির পরের সপ্তাহেই বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহগুলো। যে কারণে ছবিটি ব্যবসায়িক সাফল্য অর্জনে ব্যর্থ হয়। এই ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন নুসরাত ফারিয়া। ছবির অপর নায়িকা রোদেলা জান্নাত, এ ছবির মধ্য দিয়ে ঢালিউডে তাঁর অভিষেক হয়। ‘শাহেনশাহ’ ছবির গানের দৃশ্যে ক্যামেরাবন্দি হন নুসরাত ফারিয়া। একঝলকে দেখে নিন এ আবেদনময়ীর কয়েকটি নজরকাড়া স্থিরচিত্র। ছবি : আলতাব হোসেন