পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আয়োজনের তৃতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে টেলিভিশন প্রিমিয়ার হবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’ সিনেমা। এতে তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার ওম। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রিয়া সেন, শিমুল খান, আহমেদ শরীফ প্রমুখ। ফেসবুকে নুসরাত সাত মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছেন। সেখান থেকে দেখুন তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে