ভারতের অভিনেত্রী পায়েল রোহাতগি ও রেসলার সংগ্রাম সিং এখন স্বামী-স্ত্রী। গতকাল শনিবার আগ্রায় এ যুগল বিয়ে করেন। বিশেষ দিনে পায়েল পরেন লাল লেহেঙ্গা চোলি, ছিল ভারী অলংকার। সেজেছিলেন হালকা মেকআপে। অন্যদিকে সংগ্রাম পরেছিলেন শেরওয়ানি। সামাজিক পাতায় তাঁরা মেহেদি থেকে বিয়ের ছবি প্রকাশ করেছেন। ছবি : ইনস্টাগ্রাম থেকে