গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘরছাড়া কিশোর গানে-গানে মুগ্ধ করে আজ (২ অক্টোবর) পা রেখেছেন ৫৬ বছরে। তিনি দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। তবে গানের বাইরে জেমস দারুণ ছবিও তোলেন। জেমসের তোলা সেসব ছবি তাঁর গানের মতোই আপনাকে মুগ্ধ করবে। চলুন জন্মদিনে দেখে নেওয়া যাক জেমসের ক্যামেরার জাদুর একঝলক। ছবি : ফেসবুক থেকে