চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি। এরই মধ্যে নিজের অভিনয়গুণ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব এ নায়িকা নিজের ছবি দিয়ে নিজ অবস্থানের জানান দেন। আজ নিজের ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ফুলের পাশে প্রজাপতি হয়ে যাও, মনে মনে বনে বনে ...।’ বর্তমানে সুন্দরবনে অবস্থান করছেন তিনি। বেড়াতে নয়, সেখানে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন তিনি।