প্রিয়াঙ্কা সরকার কলকাতার আলোচিত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’। প্রিয়াঙ্কা সরকার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে-এই পৃথিবী তোমার আমার, কাগজের বউ, ডামাডোল, দ্য রয়েল বেঙ্গল টাইগার ও বিবাহ অভিযান। এ ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। ২০১০ সালে তিনি রাহুল ব্যানার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছবি: প্রিয়াঙ্কা সরকারের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া