গেল বছর চিত্রনায়িকা পূজা চেরির মুক্তি প্রাপ্ত সিনেমার সংখ্যা ৪টি; ‘গলুই’, ‘শান’, ‘সাইকো’ ও ‘হৃদিতা’। ব্যক্তি জীবনের নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ওয়েব ফিল্ম ‘পরী’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় জোভানের বিপরীতে দেখা যাবে এই ফিল্মে। অন্তর্জালেও বেশ জনপ্রিয় পূজা। চলুন দেখে নেওয়া যাক তাঁর এক ঝলক। ছবি : ফেসবুক থেকে