রাইমা সেন ভারতীয় অভিনেত্রী। পুরো নাম রাইমা দেব বর্মা। রাইমা সেন অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। ২০০৬ সালে নিশিযাপন চলচ্চিত্রের জন্য BFJA-Most Promising Actress Award অর্জন করেন তিনি । তিনি ৫০-এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেটিজেনদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবি: রাইমা সেনের ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া