রণবীর কাপুর ও বাণী কাপুর সম্প্রতি অন্তর্জালে ঝড় তুলেছেন। তাঁদের আবেদনময় লুক নজর কেড়েছে সবার। আসন্ন ‘শমসেরা’ সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা। রণবীরের চরিত্রের নাম বাল্লি আর বাণীর নাম সোনা। অন্তর্জাল এখন ভাসছে বাল্লি-সোনার দারুণ স্থিরচিত্রে। ২২ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবি : ইনস্টাগ্রাম থেকে