অভিনয়জীবনের প্রথম বড় সিনেমা। প্রথম কাজেই স্বয়ং শর্মিলা ঠাকুর প্রশংসা করেছেন তাঁকে। তিনি অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার ‘শর্মিলা’ ওরফে রাতাশ্রী দত্ত। ২২ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি। অভিনয় ও মডেলিংয়ে রাতাশ্রী চেনামুখ। হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজের পাশাপাশি বাংলাদেশেও তাঁর সিনেমা মুক্তি পেয়েছে। দেখুন কলকাতার অভিনেত্রী রাতাশ্রীর কয়েক ঝলক। ছবি : ফেসবুক ও ইনস্টাগ্রাম