শুক্রবার সন্ধ্যায় গায়েহলুদ হয়েছে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরী মণির। আজ হবে বিয়ের অনুষ্ঠান। মা হতে যাওয়া নায়িকার এমন বিয়ের খবরে যাঁরা কিছুটা চিন্তিত, তাঁদের জন্য খবর—এবার পারিবারিক আয়োজনে একটু ঘটা করে বিয়ের অনুষ্ঠান করছেন এ তারকা দম্পতি। ছবিতে দেখুন তাঁদের গায়েহলুদ। ছবি: ফেসবুক থেকে