আমনা শরিফ। জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। ভারতীয় টিভি সিরিয়ালে খুব পরিচিত মুখ। ‘কসৌতি জিন্দেগি কে’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করে পৌঁছে গেছেন সবার ড্রয়িংরুমে। এ ছাড়া ‘কাঁহি তো হোগা’র কাশিশ চরিত্রও দারুণ জনপ্রিয়। চলচ্চিত্রও করেছেন বেশ কয়েকটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় এ সুন্দরী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ২০ লাখ। এক নজরে দেখে নিন এ তারকার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে