পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এই আয়োজনে আজ ঈদের ষষ্ঠ দিন এনটিভিতে রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভাইরাল ভাইরাস’। শাওন কৈরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী, যেখানে অভিনয় করেছেন সাফা কবির। সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় সাফা। ফেসবুকে তাঁর অনুসারী ৫১ লাখ। সেখান থেকে দেখে নেওয়া যাক এ ডিভার কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে