জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘একদিন চাকুরী হবে’। সম্প্রচারের পর নাটকটি দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। নাটকটিতে মিশু সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। অন্তর্জালে বেশ জনপ্রিয় সামিরা। চলুন, সেখান থেকে দেখা যাক সামিরার কয়েক ঝলক। ছবি : ফেসবুক থেকে