বাবা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় এ তারকার আদুরে কন্যা সারা টেন্ডুলকার। তারকার সন্তানেরা সাধারণত অন্তর্জাল শাসন করেন। সারাও ব্যতিক্রম নন। লন্ডন কলেজ থেকে ওষুধশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন। এরই মধ্যে ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী ২২ লাখ। প্রচারের আলোয় থাকা সারা বারবার নজর কাড়েন তাঁর স্টাইল ও ফ্যাশন-সেন্সের কারণে। সারা যখন মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তরঙ্গ তোলেন। সারল্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সারা জয় করেছেন অসংখ্য অনুরাগীর মন। গুঞ্জন উঠেছে, বলিউডে পা রাখছেন। এক ঝলকে দেখে নিন এই স্টার কিডের বেশ কয়েকটি দারুণ স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে