জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘সে’। নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটির রচনা ও চিত্রনাট্য জহির করিমের। চিত্রগ্রহণ আনোয়ার হোসেন বুলুর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, রেশমী প্রমুখ। সম্পাদনা করেছেন শোভন সরকার। একঝলকে দেখে নিন নাটকের শুটিংয়ের কিছু আলোকচিত্র। ছবি : সংগৃহীত