বছর পাঁচেক আগে বাংলালিংকের কলড্রপের বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আবির্ভাব তাঁর। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ শাহতাজ মুনিরা হাশেম। বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। গানেও নিজেকে শাণিত করেছেন। বহু গুণে গুণান্বিতা শাহতাজের ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেই নিজের কাজগুলো নিয়মিত প্রকাশ করছেন। অখণ্ড অবসরে রংতুলির আঁচড়ে আঁকিবুঁকিতে সময় কাটাতে পছন্দ করেন। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন শাহতাজ। পরেছিলেন লালরঙা পোশাক। মুখে পরিচিত সেই হাসি। ছবি : শামছুল হক রিপন