রিকিতা নন্দিনী শিমু একজন বাংলাদেশী অভিনেত্রী। ২০১৬ সালের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস ল্যাবে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় চলচ্চিত্র ‘শিমু’ চিত্রনাট্যের কাজ। তিনি তারেক মাসুদ, রুবাইয়াত হোসেন এবং আদিত্য বিক্রম সেনগুপ্তের মতো অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালের মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রে তাঁর প্রধান ভূমিকার জন্য ফ্রান্সের সেইন্ট জঁ দ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রিকিতা নন্দিনী শিমু। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর (যৌথ) পুরস্কার পেয়েছেন তিনি। ছবি : ফেসবুক থেকে নেওয়া