বাবারা প্রায়ই সন্তানদের কাছে তাঁদের সময়ের জীবনধারার গল্প শোনান। সেসব এক করে দুই প্রজন্মের বাবার গল্প নিয়ে ‘নিকষিত’ শিরোনামের একটি একক নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। সাইফুদ্দিন শাকিলের গল্পে নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। নাটকে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও তাহসান রহমান খান। এ ছাড়া দেখা যাবে মনিরা আক্তার মিঠু, রুকাইয়া জাহান চমকসহ অনেককে। দেখুন তাহসানের শুটিংয়ের দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন