কলকাতার অন্যতম সফল চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সর্বদা আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। মূলত তাঁর ব্যক্তিগত জীবন চর্চায় থাকে। বাংলাদেশেও সমান জনপ্রিয় এ ডিভা। আজ দেখতে দেখতে আরও এক বসন্ত পার করে ফেললেন। ৩৫তম জন্মদিন তাঁর। সংখ্যায় বয়স বাড়লেও রূপের ছটায় দিন দিন যেন বয়স কমছে। ফেসবুকে এ নায়িকার অনুসারী ৮১ লাখ। বিশেষ দিনে দেখুন নায়িকার দারুণ কিছু মুহূর্ত। ছবি : ফেসবুক থেকে