মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। বিজ্ঞাপন, উপস্থাপনা, মিউজিক ভিডিও, অভিনয়—সবখানেই বিচরণ তাঁর। মানসম্পন্ন কাজ করে এরই মধ্যে পেয়েছেন জনপ্রিয়তা। চলচ্চিত্রের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। ছবির প্রথম লুক ও প্রমোশনের একটি ভিডিও বের হয়েছিল। কিন্তু পরে কোনো এক কারণে সেই ছবি আর শেষ হয়নি। তাই অধরা রয়ে যায় তাঁর স্বপ্ন। তবে পিছিয়ে থাকেননি কোনো অংশেই। একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন করে পরিচিতি পান। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন বৃষ্টি। দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে পোজ। ছবি : শামছুল হক রিপন