মোনালি ঠাকুর একজন ভারতীয় গায়িকা। ২০০৫ সালে সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনে অংশ নেওয়ার পর তিনি পরিচিত হয়ে ওঠেন। তিনি দম লাগা কে হাইশা(২০১৫)চলচ্চিত্রের "মোহ মোহ কে ধাগে" গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। জি টিভির রিয়েলিটি শো সা রে গা মা পা লিটেল চ্যাম্পস-এর একজন বিচারক হিসেবে ছিলেন মোনালি ঠাকুর। ছবি- মোনালি ঠাকুরের ভেরিফাইড ফেসবুক থেকে নেয়া।