সাবরিনা এহসান পড়শী সংগীতশিল্পী। পড়শী পপ ও আধুনিক ধারায় গান করেন। পড়শীর প্রথম রেকর্ডিং ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য। পড়শী ২০০৭ সালে ‘কমল কুড়ি’-তে অংশ নিয়েছিল এবং তিনি দেশ গানের বিভাগে বিজয়ী হন। ২০০৮ সালে, তিনি “চ্যানেল আই খুদে গান রাজ” গান গাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ছবি : ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে