তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পড়শী পপ ও আধুনিক ধারায় গান করেন। ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য পড়শীর প্রথম রেকর্ডিং গয়। পড়শী ২০০৭ সালে ‘কমল কুড়ি’-তে অংশ নিয়েছিল এবং তিনি দেশ গানের বিভাগে বিজয়ী হন। ২০০৮ সালে, পড়শী চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এখন তিনি দেশে বিদেশে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। পাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। মাঝে মধ্যে নাটকে অভিনয়ও করছেন তিনি। ছবি : পড়শীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে