এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘@অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। এর আগে কয়েকটি বিজ্ঞাপনে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এরপর বিনোদন জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভাই কিছু বলতে চায়,’ ‘পতাকা,’ ‘তোমার জন্য,’ ‘অবাক মেঘের বাড়ি,’ ‘ড্রিম অ্যান্ড লাভ’ ইত্যাদি। ছবি : ইনস্টাগ্রাম