নুসরাত ইমরোজ তিশা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। পরে টিভি নাটকের মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। একের পর এক জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিশা। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় তিশা। চলুন সেখান থেকে দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র।