খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ও তরুণ অভিনেত্রী সারিকা সাবা ‘হোয়াট ইজ লাভ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে জুটি বেঁধেছেন। আসছে ঈদুল ফিতরে সাত পর্বের এই বিশেষ ধারাবাহিক নাটক প্রচার হবে এনটিভির পর্দায়। এ নাটকে বিদেশফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর বিয়েপাগল নারীর চরিত্রে সারিকা সাবাকে। সামাজিক পাতায় বেশ জনপ্রিয় সারিকা সাবা। সেখান থেকে দেখুন তাঁর দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে