সেপ্টেম্বরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। আর এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন অভিনেত্রী ও গায়িকা বাঙালি মেয়ে সঞ্জীতা ভট্টাচার্য। এর আগে ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর কিছু ছোট ছোট চরিত্রে অভিনয়ে দেখা গেছে তাকে। জন্মসূত্রে বাঙালি মেয়ে সঞ্জীতা। বাড়িতে সবার সঙ্গে বাংলাতেই কথা বলেন তিনি। তাঁর বাবা কলকাতার, আর মায়ের বাড়ি ময়মনসিংহে। তাঁর বাবা একজন চিত্রশিল্পী। সঞ্জীতা বার্কলে কলেজ অব মিউজিকে পড়ালেখা করেছেন। তাই সংগীতশিল্পী হিসেবে যাত্রা করেন তিনি। একক সিরিজ ও ট্র্যাক ‘এভরিথিং ইজ ফাইন’ প্রকাশ করেন ২০২০ সালে। ছবি : সঞ্জীতার ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া