ওয়েব ফিল্ম ‘মায়াশালিকে’র জারা, যার মিষ্টি হাসির অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছে তিনি সাদিয়া আয়মান। ২০১৯ সালে প্রথম নাটকে কাজ করলেও আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ‘ফুলের নামে নাম’ নাটক দিয়ে। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সিনেমাতেও নাম লিখিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’। সাদিয়া পড়াশোনা করছেন আইন বিষয়ে। চলুন দেখে নেওয়া যাক মিষ্টি হাসির সাদিয়ার এক ঝলক। ছবি : ফেসবুক থেকে