যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অধিবেশন চলাকালে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক মার্কিন আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা করে। হামলাকারীরা ভবনের জানালা ভাঙচুর করে। আর সেইসঙ্গে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ উগ্র জনতাকে হটাতে পুরো ভবন অবরুদ্ধ করে ফেলে। এ সময় পুলিশের গুলিতে একজন নারী নিহত হন। ছবি : সংগৃহীত