বেলজিয়ামের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এলিজাবেথ থেরেজিয়া মারিয়া হেলেনা। তিনি এখন ব্রাসেলসের রয়্যাল মিলিটারি স্কুলে প্রশিক্ষণ নিতে ব্যস্ত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় এলিজাবেথ। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সিংহাসনের যোগ্য করে তুলতে চান অষ্টাদশী এলিজাবেথ। ১৯৯১ সালে প্রণীত একটি আইনের মাধ্যমে নারীদের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার সুযোগ দেয় বেলজিয়াম। ফলে ভাইয়েরা বয়সে ছোট হওয়ায় এলিজাবেথই হবেন দেশটির পরবর্তী রানি। ছবি : রয়টার্স