যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসে ‘৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে লালগালিচায় হেঁটেছেন হলিউড তারকারা। লেডি গাগা, পেনোলোপ ক্রুজ, নিকোল কিডম্যান, জুলিয়ানা রবার্টস, ব্র্যাডলি কুপার, ইরিনা শায়েক, ক্রিস্টিয়ান বেল, এমি অ্যাডামসসহ অনেক হলিউড তারকাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছবিটি রোববার, ৬ জানুয়ারি-২০১৯ তোলা। ছবি : রয়টার্স