মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ক্লাউদিয়া শিনবাউম। গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে তিনি মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। ক্লাউদিয়া কেবল মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নন। ক্লাউদিয়া শিনবাউম একজন বিজ্ঞানীর পাশাপাশি রাজনীতিবিদও। তিনি ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন প্রতিবেদনের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দলের সদস্য ছিলেন।