নেদারল্যান্ডসের অনেক প্রশংসা শুনেছেন। ঘুরতে যাবেন ভাবছিলেন? কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছে ট্রাভেল টিপস ফর লাইফ ডটকম নামের ভ্রমণ বিষয়ক পোর্টাল। কেন যাবেন না সে সংক্রান্ত ১৫টি যুক্তিও দিয়েছে তারা। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, নেদারল্যান্ডসে নানা রকম সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। নানা ভাষা, নানা সঙ্গীত, নানান রকম পরিবেশ। এসব সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে আপনার যে সময়টুকু লাগবে তাতে আপনার ঘোরার মজা এবং সময় দুটোই নষ্ট হবে। কিছু বুঝে ওঠার আগেই দেখবেন সময় বয়ে গেছে। ছবি : ট্রাভেল টিপস ফর লাইফ ডটকম