সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। এ জন্য অনেকে শুধু শখের বশে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিয়ে করতে যায়। ‘ব্লুগ্যাপ’ ওয়েবসাইট এমনই কিছু বিয়ের লোকেশনের তালিকা দিয়েছে, যেখানে সৌখিন মানুষরা বিয়ে করতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করবেন। বিয়ে করার জন্য পৌরাণিক শহর গ্রিসকে বেছে নিতে পারেন। ইউরোপের এই দেশে এক হাজারেরও ওপরে দ্বীপ রয়েছে। এর মধ্যে যেকোনো একটি দ্বীপে বিয়ের আয়োজনটা করতে পারলে মন্দ কী, বলুন তো? ছবি : সংগৃহীত