পর্দা নামল মিস ইউনিভার্সের এবারের আসরের। ২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনজি। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত এ বছরের আসরে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এ আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের। ৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এবারের আসর। নানা ধাপ পেরিয়ে জমজমাট এই আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এর পর সেখান থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ প্রতিযোগীকে। চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় তোলেন আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি। এক ঝলকে দেখে নিন তাঁর কয়েকটি দারুণ স্থিরচিত্র।