কুইজ খেলে জিতে নিন অপো এফ১৭ প্রো মডেলের স্মার্টফোন
এনটিভি অনলাইনে শুরু হলো সাত দিনব্যাপী সাধারণ জ্ঞানের কুইজ ‘অপোতে বিজয় গাঁথা’ প্রতিযোগিতা। সঠিক প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন অপোর সৌজন্যে অপো এফ১৭ প্রো মডেলের স্মার্টফোন।
১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে কুইজটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। কুইজটি খেলতে বিকাশের মাধ্যমে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। এনটিভির ফেসবুক বটের এই লিঙ্কে http://m.me/ntvdigital ক্লিক করে কুইজটি খেলা যাবে। একজন প্রতিযোগী অধিকতর ভালো স্কোরের জন্য যতবার ইচ্ছে কুইজ খেলতে পারবেন।
আসুন, এক নজরে কুইজের নিয়মাবলি জেনে নিই :
-
কুইজটি খেলতে ক্লিক করুন এই লিঙ্কে http://m.me/ntvdigital
-
কুইজ খেলার জন্য বিকাশের মাধ্যমে মাত্র ১০ টাকা পেমেন্ট করতে হবে।
-
কুইজের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
-
প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে (ক, খ, গ, ঘ)। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর যদি লিখে অথবা টাইপ করে দেওয়া হয়, তাহলে সেই উত্তর গ্রহণযোগ্য হবে না।
-
কুইজ খেলার জন্য বিকাশের মাধ্যমে মাত্র ১০ টাকা পেমেন্ট করতে হবে।
-
কুইজের প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১০ পয়েন্ট। অধিকতর ভালো স্কোরের জন্য একাধিকবার কুইজ খেলার সুযোগ একজন অংশগ্রহণকারী পাবেন। সে ক্ষেত্রে পুনরায় বিকাশের মাধ্যমে ১০ টাকা পেমেন্ট নিশ্চিত করতে হবে।
সর্বোচ্চ সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তিনি পাবেন অপোর সৌজন্যে অপো এফ১৭ প্রো মডেলের স্মার্টফোন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://www.oppo.com/bd/smartphones/series-f/f17-pro/