কোন বয়সে থ্রেড লিফটিং করা যায়?
সৌন্দর্যের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তাই অনেকে ত্বকের বিভিন্ন অংশের পরিবর্তন চায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে থ্রেড লিফটিং বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফেস লিফটিং বিষয়ে কথা বলেছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
থ্রেড লিফটিংয়ের ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতা আছে কি না। আমরা জানি, বোটক্স ও ফিলার রিঙ্কেলস আসার পরে করা হয় বা প্রিভেনটিভ হিসেবেও করা যায়। থ্রেড লিফটের ব্যাপারে কি এমন আছে যে ইয়াং এজে করা যাবে বা একটু লেট এজে করবে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, থ্রেড লিফটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বলি, বয়সের কারণে আপনার যে স্যাগিংটা হচ্ছে, যদি সেটার জন্য করতে চান, অবশ্যই থার্টি প্লাস আপনাকে হতে হবে। কেউ যদি স্ট্রাকচার চেঞ্জ করতে চায়, সে ক্ষেত্রে হয়তো খুব অল্প পরিমাণ থ্রেড ইউস করে বা ডাক্তারের সাথে পরামর্শ করে করতে হবে।
ডা. দিলরুবা সুলতানা বলেন, আমরা যেটা করি, যদি একান্তই কারও থ্রেড ডিমান্ড থাকে যে আমার রিশেপ করতেই হবে, সে ক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ প্লাস এজ লিমিট ধরে রাখি।
পূর্ব কোনও নির্দেশনা আছে কি না, যেমন পিআরপি করার সময় আপনারা ব্লাড রিলেটেড ডিজিজ আছে কি না, দেখে নেন বা ইনভেস্টিগেশন করে নেন বা সিস্টেমেটিক কোনও ডিজিজ যদি থাকে, যেমন ডায়াবেটিস কিংবা ডিউরিং প্রেগন্যান্সি; এর কোনও ইফেক্ট আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, অবশ্যই আছে। আমরা প্রথমেই রোগীর কাছ থেকে হিস্ট্রি নিই যে ডায়াবেটিস, হাইপারটেনশন আছে কি না। এগুলো অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং মাদারদের আমরা কখনওই এনকারেজ করি না এ ধরনের প্রসিডিউরে যেতে। কারণ, যে কোনও প্রসিডিউরের পরে একটা নিয়ম মেনে চলতে হবে। আমরা কিছু মেডিসিন দিই, সেটা কন্টিনিউ করতে হবে। সো, প্রেগন্যান্সির সময় আমরা এসব প্রসিডিউর করি না।
ফেস লিফটিং করলে ত্বকে কী ধরনের পরিবর্তন আসে, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।