তীব্র শ্বাসকষ্ট : চিকিৎসায় স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব?
ঋতু পরিবর্তনের সাথে সাথে শ্বাসকষ্টের ধরনও পরিবর্তন হয়। অনেকের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, সিওপিডি হলে চিকিৎসার মাধ্যমে কি ফের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে রোগী?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে সিওপিডি থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কথা বলেছেন ল্যাবএইড ক্যানসার হসপিটালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. আব্দুল মাহিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সিওপিডির যে সমস্যা, এটি থেকে স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আব্দুল মাহিদ খান বলেন, যদি আরলি স্টেজে সে স্মোকিং ছেড়ে দেয়, তাহলে দেখা গেল তিন-চার বছর পর মোটামুটি ফিফটি পারসেন্ট ইমপ্রুভমেন্ট আসে এবং নিয়মিত তাকে ইনহেলার ব্যবহার করতে হবে। যে ইনহেলারে স্টেরয়েড থাকবে, ব্রঙ্কোডাইলেটর থাকবে, কখনও বন্ধ করা যাবে না। সিম্পটম কমে গেলে হয়তো বা ডোজ কমানো যেতে পারে, কিন্তু টোটালি বন্ধ করা যাবে না।
ডা. মো. আব্দুল মাহিদ খান বলেন, রোগীর ইনফেকশন হলে সাথে সাথে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ধুলাবালিতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং ইয়ারলি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। অন্যান্য তার রোগ আছে কি না; ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ ইত্যাদি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আমরা জানি যে সিওপিডি থেকে ফুসফুসে একধরনের পরিবর্তন হয়ে যায়। সিওপিডি রোগ থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আব্দুল মাহিদ খান বলেন, পুরোপুরি আসা সম্ভব না। তবে সেটা নির্ভর করে কত দিন সে স্মোক করল। আরলি স্টেজে স্মোক করলে হয়তো পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, লেট স্টেজে করলে হয়তো ফিফটি পারসেন্ট ফেরত আসবে আর ফিফটি পারসেন্ট থেকে যাবে। তাকে আজীবন ইনহেলার ব্যবহার করতে হবে।
শীতকালে যাদের হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ আগে কখনও হয়নি, তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে পরিণতি কী হতে পারে, মানে শীতকাল পরবর্তী সময়ে এই ধারাবাহিকতা থাকবে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আব্দুল মাহিদ খান বলেন, শীতকালে যাদের একবার অ্যাটাক হয়েছে, পরবর্তীতে তাদের কমে যায়। তবে তাকে লং টাইম ফলোআপে থাকতে হবে, লং টাইম ইনহেলার ব্যবহার করতে হবে। আস্তে আস্তে ছয় মাস, এক বছর পর তাকে কমাতে হবে। হঠাৎ করে কমিয়ে দিয়ে আবার বাড়তে পারে।
শীতে শ্বাসকষ্ট ও এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।