পিআরপি ইনজেকশনে পেইন হলে কী করণীয়?
সৌন্দর্যের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তাই অনেকে ত্বকের বিভিন্ন অংশের পরিবর্তন চায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পিআরপি ইনজেকশনে পেইন হলে কী করণীয়, সে সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফেস লিফটিংসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
পিআরপি ইনজেকশনে পেইন হলে কী করণীয় বা আগে-পরে কী করতে হবে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, পেইনের সাথে একটু রিলেশন আছে, যেহেতু ইনজেকশন। কিন্তু আমাদের সেন্টারগুলোতে আমরা যেটা করি, যাঁরা হেয়ার পিআরপি করতে আসেন, ফার্স্ট আমরা কয়েকটা লেয়ারে এনেসথেসিয়া দিই। প্রথমত আমরা যেটা করি, ব্লাড যখন ড্র করা হয়, তখন তাঁর যে ইনজেকশন এরিয়া, আমরা ক্লামিং ক্রিম দিয়ে দিই বা ট্রপিক্যাল এনেসথেটিক দিয়ে দিই। সেটা এক ঘণ্টা রাখা হয়। তার পরে আমরা যেটা করি, রিং এনেসথেসিয়া দিই। লোকাল এনেসথেসিয়া যেটাকে বলি। লোকালটা দেওয়ার পরে উনি আর কোনও কিছু টের পান না সাধারণত। আর যেটা হয়, লোকালটা দেওয়ার সময় একটু পেইন হয়। সেটা টলারেবল। যেহেতু আগে থেকে ক্লামিং ক্রিম দেওয়া থাকে। এরপর প্রসিডিউরটা খুব কমফোরটেবলি শেষ হয়ে যায়।
ডা. দিলরুবা সুলতানা বলেন, যখন এনেসথেসিয়ার ইফেক্টটা চলে যায়, প্রথম দিন হালকা পেইন থাকতে পারে। সে ক্ষেত্রে আমরা প্যারাসিটামল-জাতীয় মেডিসিন দিয়ে দিই। আর ফেইসের ব্যাপারে যেটা হয়, ফুল ফেইস তো আর এনেসথেসিয়া করা যায় না লোকাল দিয়ে। সে ক্ষেত্রে আমরা ক্লামিং ক্রিম দিয়ে ওয়ান আওয়ার রেখে পরবর্তীতে আমরা পিআরপি যে ওঠাচ্ছি, যে ফ্লুইডটা, ফ্লুইডের সাথে আমরা লোকাল মিক্স করে দিচ্ছি। সে ক্ষেত্রে তাঁর পেইনটা একটু কম হয়।
পিআরপি করার পর কী ধরনের যত্ন নিতে হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।