পিআরপি চিকিৎসা কী, শরীরের বিভিন্ন অংশে পিআরপি ব্যবহার
সৌন্দর্যের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তাই অনেকে ত্বকের বিভিন্ন অংশের পরিবর্তন চায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পিআরপি চিকিৎসা কী, শরীরের বিভিন্ন অংশে পিআরপি ব্যবহার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পিআরপি চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
পিআরপি চিকিৎসা কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, পিআরপি হচ্ছে প্লাটিলেট-রিচ প্লাজমা। আমাদের রক্তে অনেক ধরনের সেল থাকে। তো সেগুলোর মধ্যে মেইনলি প্লাটিলেটটা হচ্ছে রিজেনারেশনের জন্য যে কোনও জায়গায়... ধরেন, আপনার যে কোনও ইনজুরি হলো, বডি তো অটোমেটিক সেটা হিল করার ট্রাই করে। প্রথম যে ডিফেন্স মেকানিজম স্টার্ট হয়, সেটা ব্লিডিং। ইনজুরি পরে ব্লিডিং। ব্লিডিং হওয়ার পেছনে রিজন আছে। এই যে প্লাটিলেট আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, বিভিন্ন ধরনের সেল আছে, এরা কিন্তু হিলিং প্রসেসে হেল্প করে। এই আইডিয়া থেকে আসলে পিআরপির জন্ম। পিআরপির যে ব্যাপারটা, আপনার শরীর থেকে ব্লাড নিয়ে, সেখান থেকে যখন আমরা প্লাজমা সেপারেট করি, ওখানে যে নিচের পোরশনটা, সেরামের যে লাস্ট ওয়ান-থার্ড আছে, সেটাই হচ্ছে প্লাটিলেট-রিচ প্লাজমা। ওখানে অনেক বেশি কনসেনট্রেটেড পরিমাণে প্লাটিলেট থাকে। যে কারণে আপনি যেখানে এটা ইনজেক্ট করবেন না কেন, এটা হিলিং ইফেক্ট দেবে। এটা রিজেনারেশনের জন্য খুব ভালো কাজ করে।
ডা. দিলরুবা সুলতানা বলেন, পিআরপি একমাত্র ন্যাচারাল রিজেনারেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা এখন দিচ্ছি অ্যান্টি-এজিং সার্ভিস হিসেবে। এ ছাড়া পিআরপির অনেক কাজ আছে। মেডিকেল সায়েন্সে পিআরপি অনেক জায়গায় ইউস করা হচ্ছে।
শুধু স্কিনে নয়, শরীরের বিভিন্ন অংশে পিআরপি ব্যবহার করা হচ্ছে। জানতে চাইব, নারী বা পুরুষে কি ডিফারেন্স আছে, কারা নিতে পারবে বা শুধু নারীরা নিতে পারবে কি না; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, না, সে রকম কোনও ডিফারেন্স নেই আসলে। নারী-পুরুষভেদে সবাই পিআরপি ট্রিটমেন্ট নিতে পারে। পিআরপি কখন আমরা করি? খুব বেশি করা হচ্ছে হেয়ারের জন্য। যাঁদের এন্ড্রোজেনেক এলোপেসিয়া আছে, তাঁদের জন্য খুব ভালো কাজ করে।
পিআরপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।