মৃগী বা খিঁচুনি রোগীরা কি বাচ্চা নিতে পারবে
অনেকেই খিঁচুনি রোগে আক্রান্ত। অনেকে একে মৃগী রোগ বলে থাকে। তবে খিঁচুনি ও মৃগী রোগের মধ্যে পার্থক্য রয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব, খিঁচুনি বা মৃগী রোগীরা কি বাচ্চা নিতে পারবে?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে খিঁচুনি বা মৃগী রোগীদের বাচ্চা নেওয়া সম্পর্কে বলেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
যাদের মৃগী রোগ রয়েছে বা খিঁচুনি সমস্যা যাদের রয়েছে, অনেক সময় পরিবারের সদস্য যারা রয়েছে, তারা হয়তো মনে করেন যে যদি ভবিষ্যতে তিনি বাচ্চা নিতে চান, সে ক্ষেত্রে হয়তো তাঁর অসুবিধা হতে পারে। এ বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করে বলতেন, সঞ্চালকের এ কথার জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, এটি আসলে খুবই কনসার্ন ইস্যু। কিছু রোগী অনেক সময় মনে করে, বিশেষ করে মহিলা খিঁচুনি রোগীরা অনেক সময় মনে করে সে বোধহয় আর কখনও বাচ্চা নিতে পারবে না বা তার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা, এটা অনেকে জানে না। এটা রোগীর ক্ষেত্রে যেমন প্রাসঙ্গিক, তেমনই ডাক্তারের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। আমরা অনেক ডাক্তার পাচ্ছি, যাঁদের এ বিষয় নিয়ে ক্লিয়ার নলেজ নেই।
ডা. মো. নাজমুল হক বলেন, প্রথমে আমি খোলাসা করে বলতে পারি, প্রত্যেক মহিলা খিঁচুনি রোগী বাচ্চা নিতে পারবে। এতে ভয়ের কিছু নেই। যেটা করতে হবে যে বাচ্চা নেওয়ার আগে তাকে একজন নিউরোলজিস্ট বা খিঁচুনি বিশেষজ্ঞকে দেখাতে হবে। এ ক্ষেত্রে ডাক্তার খিঁচুনির ওষুধ পরিবর্তন করে, যে রকম ওষুধ দিলে গর্ভকালে বাচ্চার কোন ক্ষতি হবে না, ব্রেস্ট ফিডিংয়ে ক্ষতি হবে না, এ রকম সেফ ওষুধে প্রেগন্যান্ট হওয়ার আগেই সে চলে যাবে। কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশনস আছে। যেমন ফলিক অ্যাসিড। এটা খিঁচুনি রোগীরা যদি প্রেগন্যান্ট হওয়ার আগে খায়, তাহলে খিঁচুনির পরিমাণও কম থাকে, বাচ্চার অস্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম থাকে।
ডা. মো. নাজমুল হক যুক্ত করেন, খিঁচুনি রোগীরা যখন গর্ভাবস্থায় থাকে, তখন গাইনোকোলজিস্টকে জানাতে হবে যে আমার মায়ের কিন্তু খিঁচুনি রোগ আছে। সে অনুযায়ী গাইনোকোলজিস্টরা প্রেসক্রাইব করবে। তার ডেলিভারির সময় যে এনেসথেসিয়ার ডাক্তার থাকবে, যদি সিজারিয়ান সেকশন হয়, নরমাল ডেলিভারি হয়, তাকেও ইনফর্ম করতে হবে। সে ক্ষেত্রে কিছু মেডিকেশন, কিছু ইনজেকশন লাগতে পারে।
মৃগী বা খিঁচুনি রোগীরা কি বাচ্চা নিতে পারবে, এ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।