যে যে উপসর্গে বুঝবেন জন্ডিস হয়েছে
জন্ডিস আসলে কোনও রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ। যদি কারও রক্তের মধ্যে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায়, সাধারণত দুইয়ের ওপরে উঠলে বা তিনের কাছাকাছি হলে তখন তার মল বা চোখের বর্ণ হলুদ ধারণ করে। এটিকে আমরা জন্ডিস বলে থাকি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জন্ডিসের উপসর্গ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জন্ডিসের উপসর্গ সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এবং হেপাটোলজি ও লিভার বিভাগের প্রধান ডা. ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
জন্ডিসের উপসর্গ তো অবশ্যই থাকে এবং উপসর্গ দেখেই আমরা বুঝতে পারি একজন ব্যক্তি জন্ডিসে আক্রান্ত। তো কোন ধরনের জন্ডিসে, আপনি বললেন যে আলাদা-আলাদা টাইপ রয়েছে, কী ধরনের জন্ডিসের ফিচার বা উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, এর উত্তরটা ব্যাপক। রক্তজনিত রোগের জন্য যখন জন্ডিস হয়, মানে লিভারের সমস্যা না, এটিতে দেখা গেছে যে রোগীর রক্ত কমে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা, অবসাদগ্রস্ততা, রক্তস্বল্পতার উপসর্গগুলো, এর সাথে তার জন্ডিস দেখা দেবে। যেহেতু তার লিভারের অসুখ নেই, তার মধ্যে খাদ্যের অরুচি বা এ ধরনের লক্ষণ থাকবে না। এ ক্ষেত্রে শুধু তার দুর্বলতা নিয়ে হাজির হবে।
অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, যাদের লিভারের প্রদাহের কারণে জন্ডিস হয়, হেপাটাইটিস এ, ই, বি, সি; দুই রকম আমরা বলি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি; এর কারণে যখন জন্ডিস হবে, তখন রোগীর প্রথম দিকে জ্বর হতে পারে। এর সাথে তার ক্ষুধামন্দা দেখা দেবে, তার বমি বমি ভাব দেখা দিতে পারে বা বমি হতে পারে। শারীরিক দুর্বলতার পাশাপাশি তার দু-তিন দিন পর থেকে চোখের রং, প্রস্রাবে রং হলুদ বর্ণ ধারণ করে। এর সাথে পেটের উপরিভাগে তার ব্যথা অনুভব হতে পারে। লিভারের অসুখের কারণে যদি কারও জন্ডিস হয়ে থাকে, এভাবে লক্ষণগুলো প্রকাশ হয়।
ডা. ফারুক আহমেদ যুক্ত করেন, যদি পিত্তনালি কোনও কারণে ব্লক হয় পাথর বা টিউমার দিয়ে, তখন রোগীর শরীরে প্রচুর চুলকানি দেখা দেয়। জন্ডিসের পাশাপাশি যদি, বিশেষ করে বয়স্ক মানুষের যদি শরীরে বেশি পরিমাণে চুলকানি দেখা দেয়, তাহলে আমাদের বেশি সন্দেহ করতে হবে যে পিত্তনালি বন্ধ বা ব্লক হয়ে জন্ডিস দেখা দিয়েছে।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।