ওজন কমাতে কয়েকটি বিশেষ পরামর্শ
ওজন কমাতে অনেকেই চান। তবে কিছু বিষয়ের কারণে পিছিয়ে পরেন কাঙ্ক্ষিত ফলাফল থেকে। তাই যাঁরা ওজন কমাতে চাচ্ছেন, তাঁদের জন্য কিছু পরামর্শ।
ওজন কমানোর আগে
- আপনার নিজের শরীরকে ভালোমতো জানুন।
- নিজের মনকে শক্ত করুন।
- নিজের বদ অভ্যাসগুলো ত্যাগ করার মানসিক প্রস্তুতি নিন।
- ওজন কমানোর জন্য একজন বিশেষজ্ঞর কাছে যান।
- সফল হতেই হবে- এমন প্রতিজ্ঞা করুন নিজের সঙ্গে।
ওজন কমানোর সময়
- বিশেষজ্ঞের প্রতি ভরসা রাখুন।
- ধৈর্যের সঙ্গে ওজন কমাতে থাকুন।
- আপনার বিশেষজ্ঞ আর পরিবারের মানুষ ছাড়া অন্য কারো সঙ্গে ওজন কমানোর বিষয়ে পরামর্শ করা থেকে বিরত থাকুন।
- প্রথমবার ডায়েট করে ওজন না কমলে বা কম কমলে নিরাশ না হয়ে আবার চেষ্টা করুন।
- নিজেকে নিয়ন্ত্রণ করুন।
- নতুন পরিবর্তন ও ডায়েটকে উপভোগ করুন।
- আত্মবিশ্বাসী হোন।
মনে রাখবেন, ওজন কমানো অনেক কঠিন, তবে অসম্ভব নয়।
লেখক : প্রধান পুষ্টিবিদ অ্যাপোলো হাসপাতাল এবং সহসভাপতি, অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস।